শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

গাজীপুরে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-৩

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ১৩৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

গাজীপুরের কোনাবাড়ীতে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১। সোমবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোনাবাড়ী থানাধীন জরুন দশতলা রোট বর্ণমালা স্কুলের সামনে মেসার্স কাজিপুর ফার্মেসি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট,নগদ ৮ হাজার ২৩০
টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার দক্ষিণ তেকানি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে রবিউল হাসান বাবু (৩০),ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানার পাইলাবো গ্রামের মৃত আব্দুল হামিদ এর ছেলে জুনাইদ হোসেন (৩৪) এবং বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ক্ষুদ্রকাটি গ্রামের মত আব্দুর রউফ হাওলাদার এর ছেলে মো: রুবেল হাওলাদার।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোশাররফ হোসেন জানান,গ্রেফতারকৃতদের আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, সোমবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে তাদেরকে জরুন এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর