ঠাকুরগাঁওয়ে ফেনসিডিল সম্রাট আটক
আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানায় আমিনুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন সঙ্গীয় ফোর্স এসআই দীন মোহাম্মদ, হারুন, আলিম ও এএসআই মাসুদ, জাহাঙ্গীর, মজিবরদের সাথে নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সদর উপজেলা শুখান পুখুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের বাসার মাটির নিচ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ৭৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটক আমিনুল ইসলাম (৩৯) শুখান পুখুরী ইউনিয়নে তুরুকপথার পশ্চিমে লাউথুতি গ্রামের আশরাফ আলীর ছেলে।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির কে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আরো একাধিক মাদক মামলা রয়েছে। ভূল্লী থানা এলাকাকে মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।