সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে, অর্থ মন্ত্রণালয় কর্তৃক ৪৮’হাজার ৭২০ জনকে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের উত্তোলিত টাইমস্কেল ফেরত প্রদানের ১২ আগস্ট-২০২০ এর নির্দেশ পত্র বাতিল, প্রশাসনিক ট্রাইবুনালের রায় বাস্তবায়ন, পদোন্নতি সহ ৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে এবং ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গণে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপিটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবীর এর হাতে তুলে দেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতি’র জেলার আহবায়ক মোঃ ইসমাইল হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফা, ওমর আলী তালুকদার, সদর উপজেলার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেন, কাজিপুর উপজেলার সভাপতি মোঃ গোলাম মোস্তফা, তাড়াশ উপজেলার মোঃ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ জেলার অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দরা মানববন্ধনে বক্তব্য রাখেন এবং স্মারক লিপি প্রদান করেন। উক্ত মানববন্ধনে প্রায় ৪’শতাধিক শিক্ষকেরা উপস্থিত ছিলেন।