বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১০:২৯ অপরাহ্ন

কাজিপুরের ১ হাজার অসহায় পরিবার ৯৫ এসোসিয়েশনের ইফতার সামগ্রী পেয়েছে

গোলাম কিবরিয়া খান স্টাফ রিপোর্টার:
  • সময় কাল : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৫১ বার পড়া হয়েছে।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১ হাজার হতদরিদ্র ও অসহায় পরিবার আসন্ন রমজান উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ৯৫ এসোসিয়েশনের ইফতার সামগ্রী পেয়েছে।

শুক্রবার ১৭ মার্চ দুপুরে উপজেলার রাণী দিনমণী হাইস্কুল মাঠে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বক্তব্যে তিনি বলেন, সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের সাথে সকলকে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি ৯৫ এসোসিয়েশনের ভূমিকা প্রসংসনীয় বলে উল্লেখ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার। ৯৫ এসোসিয়েশনের উপদেষ্টা প্রকৌশলী ফজলুল করিম, উপদেষ্টা ও শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি লায়ন জাহিদুল ইসলাম এবং তত্ত্বাবধানে ছিলেন ৯৫ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোশারফ হোসেন।

ইফতার সামগ্রী গ্ৰহীতা শুভগাছা গ্ৰামের বৃদ্ধ তহুরা জানান প্রতি বছর সংগঠনটির পক্ষ থেকে তিনি ইফতার সামগ্রী ও বিভিন্ন সময়ে বিভিন্ন সহায়তা পেয়ে থাকেন।

8
Spread the love

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরোও খবর
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি দণ্ডনীয় অপরাধ
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102