কাজিপুরে আন্তঃ প্রাথমিক স্কুল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
কাজিপুর উপজেলা আন্তঃ প্রাথমিক স্কুল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৫ জুন কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম হাবিবুর রহমান। নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় উপজেলার ২৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা বালক ও বালিকা গ্ৰুপে ৪৫ টি ইভেন্টে অংশগ্রহণ করে। এরমধ্যে প্রতিটি ইভেন্টে ৩ জন করে বিজয়ী হয়।