কাজিপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা সভা
সিরাজগঞ্জের কাজিপুরে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ই আগষ্ট) উপজেলা পরিষদ হলরুমে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুখময় সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম সরকার (অতিরিক্ত সচিব)। এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহ আলম মোল্লা, কৃষি কর্মকর্তা রেজাউল করিম, মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন, মনসুরনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমোহর, কাজিপুর প্রেসক্লাবের আহব্বায়ক আব্দুস সোবহান চাঁন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান আলী প্রমূখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, কাজিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব সহ প্রমূখ।
এসময় নিরাপদ খাদ্য জোরদার করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর জনপ্রতিনিধিগন বক্তব্য প্রদান করেন।