শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন

কাশিমপুরে তুরাগ নদীতে নিখোঁজের একদিন পর আশুলিয়া থেকে লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

গাজীপুরের কাশিমপুরে  তুরাগ নদীতে নিখোঁজের একদিন পর  আজ (৫ সেপ্টেম্বর)  সকালে শাহ আলম (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মৃত শাহ আলম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনমত গ্রামের মৃত্যু নকু মন্ডলের ছেলে এবং  কাশিমপুরের সামাদ হাজীর বাড়ির ভাড়াটিয়া।
পরিবার সূত্রে জানাযায়, গত শনিবার (৩সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কিছু অপরিচিত লোক শাহ আলমকে পিছন থেকে ধাওয়া করে। সে বাচার জন্য দৌড়ে কাশিমপুর নামা বাজার এলাকায় চলে আসে। পরে পিছন থেকে রুবেল নামে একজন তাকে ইটের টুকরো দিয়ে মাথায় আঘাত করে। পরে সে নদীর পাশ দিয়ে যাওয়ার সময় মাথা ঘুরে পরে ডুবে যায়।
ওইদিন পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির
পরও না পেয়ে কাশিমপুর থানা পুলিশ এবং ফায়ারসার্ভিসকে খবরদেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ডুবুরি দলের উদ্ধার কর্মীরা ৪ ঘন্টা উদ্ধারের চেষ্টা চালায়। ফায়ারসার্ভিস ডুবুরি দলের টিম লিডার আব্দুল জলিল জানান,পাঁচজন ডুবুরিসহ তাকে উদ্ধারের জন্য চার ঘন্টা খোঁজা খুঁজির পরে না পেয়ে ফিরে যান তারা।
জিএমপি কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম জানান,লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর