শিরোনামঃ
কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরের কোনাবাড়িতে তিতাসের অবৈধ গ্যাস সংযোগের বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিষ্ট্রিভিউশন কোম্পানী কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে গাজীপুর মহানগরের কোনাবাড়ী জরুন এলাকায় গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বকেয়া বিল পরিশোধ না করায় ও বাসা বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই এলাকার শতাধিক বাড়ির রাইজার খুলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস চন্দ্রা জোনাল অফিসের ম্যানেজার মাহবুব মোস্তফা জানান, আজ দুপুর থেকে কোনাবাড়ির জরুন এলাকায় অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। প্রায় শতাধিক বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে জরিমানা করা হয়। অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর