শিরোনামঃ
গাজীপুরে মাদক ব্যবসায়ী ল্যাংড়া ফারুকসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব
গাজীপুর সিটি করপোরেশন এর লক্ষীপুরা এলাকা হতে অর্ধ কোটি টাকা মূল্যের ৫শ’ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন র্যাব-১। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সুন্দরনগরের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ গোলাম আরিফ (৩৮) এবং গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন লক্ষীপুরা এলাকার মৃত আজগর আলীর ছেলে মোঃ ফারুক হোসেন ওরফে ল্যাংড়া ফারুক (৪৫)।
সোমবার (২ অক্টোবর) সকালে এসব তথ্য জানিয়েছেন, র্যাব-১, স্পেশালাইজ্ড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন।
তিনি জানান, রোববার র্যাব-১, স্পেশালাইজ্ড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর মহানগরীর সদর থানাধীন গাজীপুর জেলা কারাগার এলাকায় কতিপয় লোক অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকার ডেইরী এন্ড ফুড প্রজেক্টের সামনে চান্দনা চৌরাস্তা টু জয়দেবপুরগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে রোববার বিকাল সোয়া ৩টার দিকে মোঃ গোলাম আরিফকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪শ’ গ্রাম হেরোইন, যাহার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা, ২টি মোবাইল ফোন ও নগদ সাড়ে ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে সোয়া ৪টার দিকে জিএমপি, গাজীপুর সদর থানাধীন পশ্চিম লক্ষীপুরা জব্বার কাউন্সিলরের বাসার সামনে অভিযান চালিয়ে মোঃ ফারুক হোসেন ওরফে ল্যাংড়া ফারুককে ১০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জিএমপি,গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর