জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
বিনা খরচে নিন আইনি সহায়তা শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা”
এই প্রতিপাদ্যকে রেখে জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি জেলা ও দায়রা জজ নুর ইসলাম বেলুন ও পায়রা উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন।
এরপর আদালত চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো আদালত চত্তরে গিয়ে শেষ হয়ে পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচন সভায় জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ নুর ইসলামের সভাপাতিত্বে, বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারি জজ সামিউল ইসলাম, পাবলিক প্রসিকিউটর এড. নৃপেন্দ্রনাথ মন্ডল। র্যালীতে সিনিয়র জজগন, আইনজীবিরাসহ বিভিন্ন মানবাধিকার কমিশনের সদস্যরা অংশ গ্রহন করেন।
সভায় জানানো হয় জয়পুরহাটে গত তিন বছরে ১হাজার ৩শ অভিযোগের মধ্যে ১হাজার ৩০ টি অভিযোগ নিস্পত্তি করা হয়।