লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষের ফ্যান খুলে পড়ে ৪ছাত্রী আহত হয়েছে। বুধবার (১৮মে) দুপুর দেড়টার সময় ওই বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে ক্লাশ চলাকালীন সময়ে এঘটনা ঘটে। আহতরা হলো, ৯ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রী হিতৈষী রায়, সাবিহা জাহান, এরিনা ও সিফা।
বিদ্যালয়ের দিবা শিফ্ট এর শিফ্ট ইনচার্জ সহকারী শিক্ষক আব্দুল আওয়াল জানান, ৯ম শ্রেণীতে সহকারী শিক্ষক সুব্রত রায়ের ইংরেজি ক্লাশ চলছিল। এসময় দুপুর দেড়টার সময় হঠাৎ ৯ম শ্রেণীর শ্রেণিকক্ষ থেকে ছাত্রীদের চিৎকার শোনে ছুটে গিয়ে দেখি সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে ৪ছাত্রী আহত হয়েছে। আহত ছাত্রীদের মধ্যে হিতৈষী রায়ের কপাল কেটে যায়। বাকী ৩ছাত্রী হাতে ও পিঠে আঘাত পেয়েছে। তাৎক্ষণিক আহত ৪ ছাত্রীকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ৩ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং আহত হিতৈষী রায়ের কপালে সেলাই দেয়া হয়। তবে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে ৪ছাত্রীকেই বাড়ি পাঠানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি অসুস্থ্য রংপুরে চিকিৎসা নিচ্ছি’।