শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন

সলঙ্গায় প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম : / ২১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

রবিবার (২৫ আগষ্ট) দুপুরে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এসময় সেনাবাহিনী ও সলঙ্গা থানা পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণে আনেন।

বিক্ষোভ কালে শিক্ষার্থীদের ব্যানারে লেখা দেখা যায়,এক দফা এক দাবী সলঙ্গা ইসলামীয়া বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামের পদত্যাগ চাই। এছাড়াও একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের পদত্যাগের দাবী জানান শিক্ষার্থীরা।পদত্যাগ না করলে লাগাতার কর্মসুচি চালাবে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা সকাল থেকেই সলঙ্গা বাজারের বিভিন্ন সড়কে মিছিল করে স্কুলে এসে অবস্থান নেয়।পরে প্রশাসন এসে তাদের শান্ত হয়ে তাদের কি দাবী তা জানতে চায়।শিক্ষার্থীরা তাদের দাবী তুলে ধরেন।দাবীর বিষয়টি জানার পর প্রধাণ শিক্ষক শহীদুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনসহ সকল সহকারী শিক্ষকদের নিয়ে আলোচনায় বসেন তাড়া।

প্রায় ১ ঘন্টা আলোচনা শেষে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলামসহ কয়েকজন শিক্ষক বলেন,তোমাদের অভিযোগ যুক্তি সংগ্রহীত তোমাদের দাবীর সাথে আমরাও এক মত। তবে লিখিত ভাবে একটা অভিযোগ নির্বাহী কর্মকর্তা কাছে দিতে।
হট্টগোল না করে বিধিবিধানের মাধ্যমে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার পদত্যাগ করার কথা বলে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর