সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন

সলঙ্গার নলকা ইউনিয়ন আ’লীগের বিশেষ যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : / ২৭৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গার নলকা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৯ ডিসেম্বর) বিকেল দাদপুর সাহেবগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় কক্ষে এ বিশেষ যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

নলকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাউসার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আশরাফ, সদস্য আব্দুর রউফ সরকার বকুল, নলকা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন রেজা, থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হকসহ প্রমুখ। এসময় থানা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর