সিরাজগঞ্জের ডিসি’র পদোন্নতি প্রাপ্তিতে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে সিরাজগঞ্জ দূর্যোগ ব্যবস্থাপনা পরিবার
সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. ফারুক আহাম্মদ এর যুগ্ম-সচিব পদোন্নতি প্রাপ্তিতে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও স্মারক সম্মাননা প্রদান করেছে সিরাজগঞ্জ দূর্যোগ ব্যবস্থাপনা পরিবার সিরাজগঞ্জ।
বুধবার (৩০ নভেম্বর) দুপুর ২ টার দিকে জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা’র কার্যালয়ে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় এবং উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ও বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি।
যুগ্ম-সচিব পদোন্নতি প্রাপ্ত ও বিদায়ী জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর হাতে ফুলের তোরা ও স্মারক সম্মাননা ক্রেস্ট তুলে দেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন মোঃ আকতারুজ্জামান। এ সময়ে সাথে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুল হক, কামারখন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউর রহমান জোয়াদ্দার, কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস, এম শাহ আলম মোল্লা, রায়গঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী, উল্লাপড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, চৌহালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া উপস্থিত ছিলেন।