সিরাজগঞ্জে ইউরিয়া সারের কৃত্রিম সংকট সৃষ্টি করায় জরিমানা ও দোকান সিলগালা
প্রতিশ্রুত পণ্য সেবা যথাযথভাবে না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে সিরাজগঞ্জের বাগবাটিতে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৭০হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৯ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদর এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
তিনি জানান,সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আমানত আলী ট্রেডার্সের মালিক শহিদুল ইসলামকে ইউরিয়া সারের দাম কেজিতে দশ টাকা বেশি নিয়ে ইউরিয়া সারের কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধ প্রমানিত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা ও দোকানটি সিলগালা করা করা হয়।
এছাড়া ডিজেল ও গ্যাস অবৈধ ভাবে গুদামজাত করায় জহিরুল ইসলাম কে ১০ হাজার টাকা জরিমানা এবং একই অপরাধে মোয়াজ্জেম হোসেন কেও ১০হাজার টাকা আদায় সহ মোট ৭০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন তিনি।