সিরাজগঞ্জে নবাগত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল এর দায়িত্বভার গ্রহণ
সিরাজগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোঃআরিফুর রহমান মন্ডল,বিপিএম (বার), পিপিএম (বার) অত্র জেলার দায়িত্বভার গ্রহণ করায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা পুলিশ ।
বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা পুলিশ কর্তৃক নবাগত পুলিশ সুপার কে সালামী ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে।
এরপর বিদায়ী পুলিশ সুপার হাসিবুল আলম,বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এর নিকট হতে নবাগত পুলিশ সুপার পুলিশ সুপার সিরাজগঞ্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। দায়িত্বভার গ্রহণ করে জেলার সকল ঊর্ধ্বতন অফিসারদের নিয়ে পুলিশ অফিস সম্মেলন কক্ষে স্বাগত বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার।