সিরাজগঞ্জে পুরস্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জ পৌরএলাকার মাছুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এতে ফুলেল শুভেচ্ছা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয় ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টায় অত্র বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান শহীদুজ্জামান শুভ)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ মোহসেনুল মোমেন, সদর উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ মাছুমা আক্তার, শেখ ফরিদ আহমেদ, ডাঃ নওশের আলী মেমোরিয়াল গালস্ হাই প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, পৌরকাউন্সিলর শাহরিয়ার শিপু, পিটিআই সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ খবির আহমেদ তোতা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি রেজাউল করিম দিলীপ সাবেক সভাপতি আবুল হোসেন ফিরােজ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনায় ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রহিমা খানম।
এ সময়ে বিদ্যালয়ের শিক্ষক মোছাঃ শিউলি খাতুন, তানজিয়া পারভীন, মোছাঃ শেফালী খাতুন সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।