ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর অনুপ্রেরনা-২ প্রকল্পের আওতায় ডিআরএসসি সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত “সঠিক পণ্য ও সেবা উন্নয়ন” বিষয়ে ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে দীপসেতু এনজিওর হলরুমে –
উক্ত ট্রেনিং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ,আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শারমিন সুলতানা । তিনি বিদেশ ফেরতদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন , এর মধ্যে তিনি ডিজিটাল মার্কেটিং, উদ্যোক্তা তৈরি ও কারিগরি শিক্ষার মাধ্যমে বিদেশ ফেরতদের জীবিকার উন্নতি ঘটাতে গুরুত্ব প্রদান করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন , ব্র্যাক ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর মো:রইসউদ্দিন, ট্রেনিংটি ফেসিলেটেট করেছেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সিরাজগঞ্জ এর ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর আব্দুল মাজেদ এবং কাউন্সেলর সিফাত কবির সিমান্ত। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার এফ ও শরিফুল ইসলাম।