সিরাজগঞ্জ জেলা পর্যায়ে হিউম্যান রাইটস ডিফেন্ডারদের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ জেলা পর্যায়ে হিউম্যান রাইটস ডিফেন্ডারদের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর আয়োজনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশ (এমএসএফ)‘র সহযোগিতায় হিউম্যান রাইটস ডিফেন্ডারদের ত্রৈমাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার জিনাত জাহান।
সোমবার (২৮ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ পৌরএলাকার মাছিমপুরস্থ এনডিপি‘র শাখা অফিসের মিলনায়তনে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর নির্বাহী পরিচালক ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আলাউদ্দিন খান এর সভাপতিত্বে এনডিপি‘র উপ-পরিচালক (এমএন্ডই) কাজী মাসুদুজ্জামান পল এর সঞ্চালনায় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশ (এমএসএফ)‘র স্টাফ ল‘ইয়ার নাসরিন মাহমুদ, সিনিয়র স্টাফ ল‘ইয়ার নাহিদ শামস সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি হেলাল আহমেদ।
আরও বক্তব্য রাখেন এনডিপি‘র উপব্যবস্থাপক (প্রতিবন্ধীতা ও শিক্ষা কর্মসূচি) শিপন চন্দ্র নাগ, ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম জেলা কো অর্ডিনেটর মোঃ আব্দুল মাজেদ, কেপিইউএস এর নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম প্রমূখ।
এসময় সিরাজগঞ্জ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, আর্চেস নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম জুয়েল, হিউম্যান রাইটস ডিফেন্ডার রোটারিয়ান নরেশ ভৌমিক, অ্যাডভোকেট শামীমা ইয়াসমিন রীমা, সমতা‘র নির্বাহী পরিচালক মোঃ আব্দুল বাতেন ভ’ইয়া, তাড়াশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি রানী দাস ও নারী নেত্রী সাবিনা ইয়াসমিন সহ জেলা পর্যায়ের সকল ডিফেন্ডারগণ উপস্থিত ছিলেন।