বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন

সিরাজগঞ্জ জেলা পুলিশের দুই কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৯১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ নূর আলম সিদ্দিকী ও সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) উল্লাপাড়া সার্কেল, মোঃ মাহ্ফুজ হোসেন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ পুলিশ ক্যাফে প্রাঙ্গণে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম(বার),পিপিএম(বার)।

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সিরাজগঞ্জ পুলিশ সুপার , ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোহাম্মদ শরিফুল হক, সিরাজগঞ্জ পুলিশ সুপার পিবিআই মোঃ রেজাউল করিম সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কর্মকর্তাগণ বিদায়ী অতিথিদের বিভিন্ন কর্মদক্ষতার নিদর্শন তুলে ধরেন এবং একসাথে কাজ করার বর্ণিল স্মৃতিচারণ করেন। বিদায়ী অতিথিদের স্মৃতি রোমন্থনে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হন।পরবর্তীতে পুলিশ সুপার, জেলা পুলিশ সিরাজগঞ্জের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার দেন।পুলিশ সুপার সহ অনুষ্ঠানে উপস্থিত সকলেই বিদায়ী অতিথিদের জন্য অফুরন্ত দোয়া ও ভবিষ্যতের জন্য নিরঙ্কুশ শুভকামনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর