হাবিবুল্লাহনগর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার ইউনিয়ন আ’লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক এমপি চয়ন ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, হাবিবুল্লাহনগর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাচ্চু।
ইউনিয়ন আ’লীগের সভাপতি ও উপজেলা আ’লীগের কার্যকরী সদস্য মো. মাজেদ আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সঞ্চালনায়, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. মোক্তার হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম মুছা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো, মনিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম প্রমূখ। সভায় ইউনিয়ন আ’লীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া মাফিলল শেষে তবারক বিতরণ করা হয়।