বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিডি২৪লাইভের বর্ষসেরা জেলা প্রতিনিধি হলেন সিরাজগঞ্জের সোহেল রানা গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ,গাড়ী ভাংচুর ও অগ্নি সংযোগ কুড়িগ্রামে কমিউনিটি নেতা ও যুব ফোরাম এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কোনাবাড়িতে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত গাজীপুরে কারখানা খোলার দাবিতে গণ সমাবেশ শুরু  ভূরুঙ্গামারীতে ৩ ইটভাটার ৩ লক্ষ টাকা জরিমানা সুন্দরগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড!

কাজিপুরে ঘুমন্ত বৃদ্ধের আগুনে পুড়ে মৃত্যু

গোলাম কিবরিয়া খান (কাজিপুর) সিরাজগঞ্জঃ / ৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রসিকপুর গ্ৰামে আগুনে পুড়ে মোজাম্মেল হক (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তি উপজেলার রশিকপুর পূর্বপাড়া গ্রামের মৃত রমজান প্রামাণিকের ছেলে। ৪ এপ্রিল রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যতিক সর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন তার বসত ঘরে লাগে, এসময় অসুস্থ বৃদ্ধ ঘুমন্ত অবস্থায় ছিলেন। উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শনকালে মরদেহ সৎকারের জন্য নগদ ২৫ হাজার টাকা অনুদান দিয়েছে।

রসিকপুর গ্ৰামের বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বক্ষব্যাধি রোগে ভুগছিলেন বিপত্নীক মোজাম্মেল হক। এক ছেলে ও দুই মেয়ের বিয়ে হয়েছে। তারা থাকেন ঢাকায়। তিনি বাড়িতে একা থাকতেন। প্রতিদিনের মত গতরাতেও একা ঘরে ঘুমিয়েছিলেন তিনি। ভোররাতে আগুনের লেলিহান শিখা দেখে সেচ পাম্প চালক রঞ্জু মিয়া চিৎকার করে ডাকাডাকি করেন। এতে মোজাম্মেলের প্রতিবেশীরা জাগা পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিসে জানান, মোজাম্মেল হকের একটি মাত্র থাকার ঘরের সবকিছু পুড়ে গেছে, পুড়ে ছাই হয়েছে ঘরে থাকা খাট, হাঁড়িপাতিল, কাপড়- চোপড়, ঘরের চাল বেড়া সবই। পোড়া স্তূপের নিচে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

মজনু মিয়া নামের এক ব্যক্তি বলেন, ‘আগুন নেভানোর পরে ফায়ার সার্ভিসের লোকজন সহ আমরা খুঁজে দেখি মোজাম্মেলের পুড়ে অঙ্গার হওয়া দেহ মাটিতে পড়ে আছে।’তিনি আরও বলেন, ‘ওই ব্যক্তি একেবারেই হতদরিদ্র ছিলেন। তিনি কন্দাল, কলার মোচা, লতা বিক্রি করে জীবন যাপন করতেন। বাড়িতে মাস তিনেক ধরে রান্না হচ্ছিল না। বিভিন্ন দোকানে খেয়ে বেঁচে ছিলেন।’

কাজিপুর ফায়ার সার্ভিসে ও সিভিল ডিফেন্সের সহকারি স্টেশন অফিসার রফিকুল ইসলাম বলেন খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে দেখি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে মোজাম্মেল হক নামের এক বৃদ্ধ পুড়ে মারা গেছেন এবং ঘর বাড়ি সহ অন্তত দুই লক্ষ টাকার ক্ষতিও হয়েছে।’

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, মৃতদেহ সৎকারের জন্য নগদ ২৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঘর নির্মাণের জন্য ব্যবস্থা করা হবে।’কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর