কালিয়াকৈরে পুকুরে ডুবে নিখোজের ৫ ঘন্টা পর কিশোরের লাশ উদ্ধার
গাজীপুর জেলা সংবাদদাতাঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকায় পুকুরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজর ৫ ঘন্টা পর তামজিল ইসলাম (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত তামজিল ইসলাম জিনাইদহ দোগাছি এলাকার আক্তার হোসেনের ছেলে।নিহত তামজিল ইসলাম মৌচাক জামতলা এলাকায় সপরিবারে ভাড়ায় বসবাস করে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণীতে লেখাপড়া করতেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত তামজিল ইসলাম শনিবার দুপুর ১২ টায় অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে মাঝখান এলাকায় একটি পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ গোসল করার পর তামজিল ইসলাম হটাৎ পুকুরের গভিরে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে পুকুর পাড়ে থাকা স্থানীয়রা পুকুরটিতে ঝাপিয়ে পড়ে তামজিলকে উদ্ধারের জন্য।পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসলেও ডুবুরি দল না আসায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে পারছিল না। পরে স্থানীয় ১০/১৫ জন যুক পুকুরটিতে তল্লাশি দিয়ে ৫ ঘন্টা পর তামজিল ইসলামের নিথর দেহ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক সাইফুর রহমান মুন্সী জানান,স্থানীয় এক দল যুবক পুকুর থেকে নিহত তামজিল ইসলামের নিথর দেহ উদ্ধার করে। এই ঘটনা একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইস্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান,ডুবুরি দল আসতে দেরি হওয়ায় আমরা উদ্ধার কাজ শুরু করতে পারিনি।