শিরোনামঃ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রচন্ড গরমে অর্ধেকে নেমেছে বেনাপোল বন্দরে পণ্য লোড-আনলোড জিআই সনদ পেল টাঙ্গাইল শাড়িসহ আরো ১৪ পণ্য গ্যাসের সিস্টেম লস শূন্যে নামানো হবে : নসরুল হামিদ আগামী মাসে বাংলাদেশ-চীন সামরিক মহড়া, নজর রাখবে ভারত মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বাহিরের দুষিত পানি নন্দন পার্কে প্রবেশ করায় নষ্ট হচ্ছে পর্কের পরিবেশ  বেনজীর ও তার পরিবারের সম্পদের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংককে দুদকের চিঠি আবহাওয়া বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সিদ্ধান্ত হবে: শিক্ষা প্রতিমন্ত্রী থাইল্যান্ডের রাজা-রানীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুদ্ধকে ‘না’ বলুন যুদ্ধ কোনো সমাধান আনতে পারে না বেনাপোলে নারী মাদক ব্যবসায়ী রূপার যাবজ্জীবন দাঁড়ানো কাভার্ড ভ্যানে সিএনজির ধাক্কা নিহত-১ আহত-৪ সিরাজগঞ্জের সলঙ্গায় গণধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী আটক সলঙ্গা থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদে সিভি জমা দিলেন সোহেল রানা সিরাজগঞ্জে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ বকনা বাছুর বিতরণ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডঃ ইকবাল হোসেন মামুন! এভিয়েশন শিল্পে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য ৩ শতাংশের বেশি শেয়ার দর কমতে পারবে না বে-টার্মিনালে বিনিয়োগ হবে দশ বিলিয়ন ডলার

কুড়িগ্রামে শুরু হলো জনতার হাট বাজার

কলমের বার্তা / ১৪৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

পাইকারি দামে খুচরায় বিক্রয় শ্লোগানে কুড়িগ্রামে শুরু হয়েছে জনতার হাট বাজার। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি আর পবিত্র রমজানে নিম্ন আয়ের মানুষকে একটু পরিত্রাণ দিতে চালু হলো এই বাজার।

রোববার (৯ এপ্রিল) দুপুরে স্বেচ্ছাসেবি সংগঠন অপ্রতিরোধ্য কুড়িগ্রামের আয়োজনে শহরের কলেজ মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বসেছে এই বাজার। জনতার হাট বাজারের মূল উদ্দেশ্যই হলো পাইকারি দামে বিভিন্ন পণ্য খুচরায় বিক্রি করা।

এখানে পাইকারি মূল্যে এক লিটার সয়াবিন তেল-১৮৪ টাকা ও পাঁচ লিটার সয়াবিন তেল-৮৯০টাকা, প্রতি কেজি মসুর ডাল-৮৫টাকা,বুট ডাল-৮২টাকা, মুগ ডাল-৮৮ টাকা,এ্যাংকর ডাল-৬০টাকা, সোলা-৭৪টাকা, লবণ- ৩৬ টাকা,চিনি-১০৯টাকা, এক হালি ডিম-৩৬টাকা, চাউল(গুটি)-৪৩টাকা, পাইজাম চাউল-৪৭টাকা,চিকন চাউল-৫৩টাকা, মোটা চাউল-৩৫টাকা, রুহ আফজা ছোট বোতল-১৭৫ টাকা এবং বড় বোতল-৩০০টাকায় বিক্রি করা হচ্ছে।

পৌর শহরের মাঈদুল নামের এক ক্রেতা বলেন, আমি রিকসা চালিয়ে ৩-৪শ টাকা আয় করে বাজার ঢুকতে ভয় হয়। জিনিসপত্রের যে দাম। এই বাজারে এসে ৩৫টাকায় চালের দাম দেখে অবাক হয়েছি। এই বাজারে পাইকারি মূল্যের জিনিস খুচরায় পাওয়া যাচ্ছে। এতে করে হামার মতো খেটে খাওয়া মানুষের উপকার হইছে

রহিমা বেগম বলেন, জিনিসপত্রের উর্দ্ধগতিতে দারিদ্র্য পীড়িত কুড়িগ্রামের মানুষ কি পরিমাণে কষ্টে আছে তা ভাষায় প্রকাশ করা যায় না। অনেক পরিবার আছে আত্মসম্মানের জন্য ত্রাণ নিতে পারেন না। কিন্তু এই বাজার চালু হওয়ায় নিম্ন ও মধ্য বিত্ত পরিবারের জন্য একটু স্বস্তি বয়ে আনবে।

স্বেচ্ছাসেবি সংগঠন অপ্রতিরোধ্য কুড়িগ্রামের প্রতিষ্ঠাতা অন্তু চৌধুরী বলেন, সর্বস্তরের মানুষের জন্য জনতার হাট বাজার চালু করা হয়েছে। এই বাজারে পাইকারী মূল্যে খুচরা বাজার করা যাবে। আমাদের লক্ষ্য এই রমজানে যে দ্রব্যমুল্যের অস্বাভাবিক বৃদ্ধি তার থেকে সাধারন মানুষ কিছুটা যেন স্বস্তি পায়। ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই বাজার। আজকে ১৭টা পণ্য নিয়ে চালু করা হয়েছে এই বাজার। আস্তে আস্তে আরও পণ্য বৃদ্ধি করা হবে। বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক বিক্রয়কর্মী হিসেবে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন।

কুড়িগ্রামের জেলা প্রশাসক সাইদুল আরীফ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে পাইকারি দামে কিনে খুচরা মূল্যে বিক্রি করা হয়ে থাকলে তা মানুষের উপকারে আসবে।

183


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর