শিরোনামঃ
গাজীপুরের কোনাবাড়ীতে যুবকের আত্মহত্যা
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে মাসুদ রানা (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটা সময় কোনাবাড়ী থানাধীন জরুন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত হলেন জরুন এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। সে নিজ বাসায় থেকে আর্ট এর কাজ করতো।
পুলিশ ও পরিবার সূত্রে জানাযায় স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া হয় তাদের । পরে রাত ১ টা সময় স্ত্রীকে রেখে পাশের রুমে ঘুমানোর জন্য রুমের ভিতর প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। রাত আড়াইটা সময় তার মা মাসুদা খাতুন রুমের দরজার ফাঁকা দিয়ে দেখতে পান সে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে ধরনার সাথে ঝুলে আছে। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হেফাজতে নেন এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রোকনুজ্জামান জানান,
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর