গাজীপুরে গার্মেন্টস ও দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর সিটি করপোরেশন বাসন এলাকায় একটি গার্মেন্টস ও তিনটি দোকানে লাগা আগুন প্রায় ৩০ মিনিট পর নিয়ন্ত্রণে আনে ফায়ারসার্ভিস এর কর্মীরা।
শনিবার (২৮ ডিসেম্বর) রাত সোয়া ১১ টার সময় মহানগরীর নাওজোড় এলাকায় দিগন্ত গার্মেন্টসে ছয়তলা ভবনের ছয়তলায় ওয়াশিং রুমে এ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। একই দিন রাত পৌনে ১২ টার সময় মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় তিনটি দোকানে অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, দিগন্ত গার্মেন্টসে ছয়তলা ভবনের একটি কক্ষে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর চৌরাস্থা মর্ডান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌছার আগেই কারখানা কর্তপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। প্রয়োজনীয় কিছু কাগজ পত্র পুড়ে যায়।
অপরদিকে ভোগড়া বাইপাস এলাকায় তিনটি দোকানে অগ্নি কাণ্ডের ঘটনায় প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে গাজীপুর চৌরাস্থা মর্ডান ফায়ার স্টেশন এর দুই ইউনিটের কর্মীরা প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে ক্ষতিগ্রস্ত তিন দোকানী হলেন,সোহেল রানা,শফিকুল ইসলাম ও হাবিবুর রহমান। ভোগড়া বাইপাস এলাকায় বয়লার মুরগী, লাকরী ও কার্টুন এর দোকান ছিল তাদের।
গাজীপুর চৌরাস্থা মর্ডান ফায়ার স্টেশন অফিসার মোঃ রাজিব হোসেন জানান, প্রথমে রাত সোয়া ১১ টার সময় নাওজোড় এলাকায় দিগন্ত গার্মেন্টসের ছয়তলা ভবনের ছয়তলার একটি কক্ষে আগুন লাগ। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই কারখানা কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনেন। অপরদিকে ভোগড়া বাইপাস এলাকায় রাত পৌনে ১২ টার সময় তিনটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।