• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
রায়গঞ্জে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ পূনঃগঠন বিষয়ক সভা অনুষ্ঠিত সোনার বাংলা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রোজাদার ও শিশুদের মাঝে ইফতার বিতরণ রায়গঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে মৌসুমী বন্যায় আগাম সাড়াদান প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় মাদকাসক্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা,মেয়ের পরিবারের অভিযোগ হত্যা ঠাকুরগাঁওয়ে ২৩৩ টি হারানো মোবাইল উদ্ধার লালমনিরহাটে বিএসএফ গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু! ‘শূন্যের বৃত্ত’ থেকে বের হলো বে-টার্মিনাল প্রকল্প বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বে যুক্তরাষ্ট্র গর্বিত স্বাধীনতা দিবসে ভারত রাশিয়া ও চীনের শুভেচ্ছা ঈদযাত্রায় এবার স্বস্তির আশা চীনের পর বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার আসিয়ান অর্থনৈতিক অঞ্চলের স্থান দেখতে কুড়িগ্রাম যাচ্ছেন ভুটানের রাজা টিকিট কালোবাজারি বন্ধে জিরো টলারেন্স: রেলমন্ত্রী প্রশিক্ষণে আসবেন ভুটানের ডাক্তার-নার্স অসাম্প্রদায়িক মানবিক ও স্মার্ট দেশ গড়ার প্রত্যয় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী স্বাধীনতার চেতনায় উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ব: প্রধানমন্ত্রী সিরাজগঞ্জ সরকারি কলেজে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ

গাজীপুরে গ্যাস বিস্ফোরণ দগ্ধ-১৬

কলমের বার্তা / ১৬৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১ মে, ২০২৩

গাজীপুরে জরুন দক্ষিণ কাশিমপুর এলাকায় মন্ডল গ্রুপের প্রতিষ্টান কটন ক্লাব বিডি লিমিটেড নামক একটি তৈরি পোশাক কারখানায় কম্রেসার রুমে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এঘটনায় ১৬ জন শ্রমিক দগ্ধ হয়েছে। সোমবার (১ মে) সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধরা হলেন,ক্লিনার ফজলু (৫৫),নিরাপত্তা প্রহরী সোহেল (২৫), চাঁন মিয়া (২৮) সিকিউরিটি সুপারভাইজার সবুর (৩০),ইনচার্জ কামাল (৫২),আবুল সুপারভাইজার (৫০),ইলেকট্রিশিয়ান আরিফুল ইসলাম (২৫),রাকিব (৩৫),রাসেল(৩০),
লাইনচিফ হারুন (৩৫),এইচ আর অফিসার টুষার(৪০),স্যাম্পলম্যান আল আমিন (৩০),আসলাম কোয়ালিটি ম্যানেজার (৩৫),ফজলুল হক ডে লেবার (৩৫),খোকন (৩০),আব্দুল হক (৩০)।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী বলেন, মে দিবস উপলক্ষে কারখানা বন্ধ থাকায় কিছু সংখ্যক শ্রমিক কারখানার কম্প্রেসসর রুমে কাজ করছিল। একই সাথে নির্মাণশ্রমিকরাও দেয়ালের কাজ করছিল। এমন সময় কম্পেসার রুমে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় উভয় পাশের ওয়াল ভেঙে পরে যায়।

কোনাবাড়ি শরীফ জেনারেল হাসপাতালের ম্যানেজার মহব্বত আলী বলেন, আমাদের হাসপাতালে ৪ জন ভর্তি হয়। তিনি বলেন চারজনেরই দশ থেকে ১৫/% বার্ন হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ঘটনার খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত ও দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, বান ইউনিটে দগ্ধ অবস্থায় ৫ জন ভর্তি আছে, এছাড়াও ঢাকা মেডিকেলে ৭ জন ভর্তি আছে।

জয়দেবপুর তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলী
জহিরুল ইসলাম বলেন,আর এম এস তিতাসের
স্থাপন করা লাইনে গ্যাসের চাপ বেশী ছিল। যার কারণে এই বিস্ফোরণ হয়েছে বলে মন হয়। এবিষয়ে তদন্ত করা হবে বলে জানান তিনি।

ওই কারখানার জিএম সাইফুল ইসলাম বলেন, কারখানা বন্ধ ছিল কিন্তু কম্পেসার মেশিনে বেশি চাপ থাকায় সম্ভবত বিস্ফোরণ হয়েছে। এতে প্রাথমিকভাবে ১৬ জন আহত হয়েছে, সেখানে ৭-৮ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে সিকিউরিটি, ডেইলি ইভেন্টের শ্রমিকরা রয়েছে। তারা ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি রয়েছে এবং তারা আশঙ্কামুক্ত বলে জানান তিনি ।

192


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর