গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১, বাসে আগুন

গাজীপুর জেলা প্রতিনিধিঃ
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর চান্দনা চৌরাস্তায় অটো ও যাত্রী বাস সংঘর্ষে একজ নিহত হয়েছে। দুর্ঘটনায় পর উত্তেজিত জনতা বাসে আগুন দিয়েছে বলে জানায় জয়দেবপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আরিফুল ইসলাম। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলেও যেতে পারেনি তিনি বলেন।
এ ঘটনার আরো দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ। নিহত ও আহতদের নাম ও ঠিকান তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি।
আজ বিকেল ৫ টার দিকে মহাসড়কে চন্দনা চৌরাস্তায় এলাকায় এ ঘটনা ঘটেছে। গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার অশোক কুমার পাল জানান, এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর আছে। আরো আহত রয়েছে। বিস্তারিত জানানো হবে।
রাত ৮ টায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ১৪ এপ্রিল ৫ টা ১০ মিনিটে গাজীপুর মহানগরীর বাসন থানা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় চ্যাম্পিয়ান পরিবহন ও যাত্রীবাহী অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত অপর ২ জন আহত হয়। উক্ত ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং ঢাকা- ময়মনসিংহ সড়ক অবরোধ করে।
বাসন থানা পুলিশ ঘটনাস্হলে উপস্থিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে,জানান পুলিশ।