সোমবার, ০৩ মার্চ ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
যশোরের শার্শা মূল্য তালিকা না থাকায়’৪ দোকানদার কে জরিমানা ভাঙ্গুড়ায় মাসব্যাপী ইফতার আয়োজন গন অধিকার পরিষদের ভালুকায় পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারার জের ধরে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর  দূর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর গাজীপুর নগরীতে গত ২৪ ঘন্টায় ডেবিল হান্ট অভিযানে গ্রেফতার-৫৮ ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন উৎপাদন ব্যয় কমাবে যান্ত্রিক কৃষি, সমলয় ধান চাষ উদ্বোধন অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক  ডেবিল হান্ট অভিযানে গাজীপুর নগরীতে গ্রেফতার-১৪ গাজীপুরে মহাসড়কে ছিনতাইয়ের চেষ্টা, সেনাবাহিনীর হাতে আটক ৩ গাকৃবি’র শহীদ আহসানউল্লাহ মাস্টার হলে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে বশেমুরকৃবি’র প্রথম স্থান অর্জন উৎসব ও বিশ্বদ্যিালয় দিবস উদযাপন ১ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক / ৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
default

শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গুণগত গবেষণা, শিল্পে সংশ্লিষ্টতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে ২০২৫ এ Times Higher Education (THE) র‍্যাঙ্কিংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) সামগ্রিকভাবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-এ বাংলাদেশের প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান এবং আন্তর্জাতিক পর্যায়ে ৮০১-১০০০তম’র গৌরবময় স্থান নিশ্চিত করেছে।

এছাড়াও THE-২০২৫’এর সাবজেক্ট র‍্যাঙ্কিং-এ লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান এবং বৈশ্বিক পর্যায়ে ৫০১-৬০০তম’র স্থান অর্জনে সক্ষম হয়েছে।

র‍্যাংঙ্কিংকারী প্রতিষ্ঠান উরি (WURI) ২০২৪-এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রথম স্থান এবং সিমাগো র‍্যাঙ্কিংয়ের ২০২১ ও ২০২২ সালেও প্রথম স্থান অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ের এ অসামান্য অর্জন এবং বিশ্ববিদ্যালয়ের ২৭তম দিবস নানান কর্মসূচির মাধ্যমে উদযাপিত হবে আগামী ১ ফেব্রুয়ারি ২০২৫ (শনিবার)।

বর্ণিল এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক (গাজীপুর) নাফিসা আরেফীন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান। বর্ণাঢ্য এ উদযাপন দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। দিনব্যাপী চলমান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নানামুখী সাফল্যগাঁথা আলোচনার পাশাপাশি স্মৃতিচারণ বিষয়েও আলোকপাত করা হবে। অন্যদিকে সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় অংশগ্রহণ করবেন এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের সংস্কৃতিমনা শিক্ষার্থীবৃন্দ।

এদিকে বিশ্ববিদ্যালয়ের অর্জন উৎসব এবং বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে পুরো ক্যাম্পাসকে আলোকসজ্জায় সজ্জিত করার পাশাপাশি আল্পনায় রাঙানো হয়েছে নানান রংতুলিতে। এ উদযাপন দিবসকে কেন্দ্র করে পুরো ক্যাম্পসে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর