টঙ্গীতে কারখানায় টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় টিফিন খাওয়ার পর অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে টঙ্গীর সিংবাড়ী মোড় এলাকার বারাকা ফ্যাশন লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে।
অসুস্থ শ্রমিকদের দ্রুত টঙ্গীর গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
শ্রমিক সূত্রে জানা যায়, ওই দিন রাতে অতিরিক্ত শ্রমঘণ্টার (ওভারটাইম) জন্য কারখানায় প্রায় ১ হাজার শ্রমিক কাজ করছিলেন। রাত ৮টার দিকে শ্রমিকদের জন্য টিফিন সরবরাহ করা হয়। টিফিন খাওয়ার কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু শ্রমিক অসুস্থ বোধ করতে থাকেন। পরে অসুস্থ শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকায় তাঁদের কারখানার ভেতরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতি গুরুতর হলে তাঁদের হাসপাতালে পাঠানো হয়।
বারাকা ফ্যাশন লিমিটেডের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাসান আলী বলেন, “বৃহস্পতিবার রাতে ওভারটাইমের জন্য শ্রমিকদের রাখা হয়েছিল। টিফিন খাওয়ার পর প্রায় ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শাকিল আহমেদ বলেন,ঘটনার পরপরই কারখানার ভেতরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে শ্রমিকদের মধ্যে কারও মৃত্যু হয়নি। অসুস্থ শ্রমিকদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক মো. ইসমাইল হোসেন জানান, অনেক শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে অসুস্থ শ্রমিকদের কী কারণে সমস্যা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অসুস্থ শ্রমিকদের স্বজন ও ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।