নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাক আয়ারল্যান্ড এর উপরে-চালক আহত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরগামী একটি বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আয়ারল্যান্ড এর উপরে উঠে যায়। ভিতরে আটকা পড়েন ট্রাক চালক অপু (২৪)। আহত ট্রাক চালকের বাড়ী পটুয়াখালী জেলার সোলাপারা গ্রামে।
রোববার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টার সময় মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ারসার্ভিস ও স্থানীয়রা জানায় আজ ভোর সাড়ে ৫ টার সময় চন্দ্রা থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক কোনাবাড়ী বাইমাইল এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে আয়ারল্যান্ড এর উপরে উঠে যায়। পরে ভিতরে আটকা পড়েন ওই ট্রাকের চালক।
খবর পেয়ে কোনাবাড়ী মর্ডাণ ফায়ারসার্ভিস এর কর্মীরা প্রায় দুই ঘন্টার চেষ্টায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কোনাবাড়ী মর্ডাণ ফায়ার স্টেশন এর ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান,আজ সকালে একটি বালু বোঝাই ট্রাক কোনাবাড়ী বাইমেল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপরে উঠে যায়। ভিতরে আটকা পড়েন ওই ট্রাকটির চালক। পরে তাকে দুই ঘন্টার চেষ্টায় আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়।