বশেমুরকৃবি’তে বিশ্বব্যাপী গবেষণা তহবিল সংগ্রহ ও এর ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত দিনব্যাপী নেভিগেটিং গ্লোবাল ফান্ডিং: অ্যা কম্প্রিহেনসিভ গাইড ফর ইন্টারন্যাশনাল গ্র্যান্ট অ্যাকুইজিশন এন্ড ইউটিলাইজেশন স্ট্র্যাটেজিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে আন্তর্জাতিক তহবিল সংগ্রহ ও ব্যবহার নিশ্চিত
করার জন্য একটি সুস্পষ্ট এবং কার্যকরী পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আজ ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের আইকিউএসি’র সেমিনার কক্ষে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান এর সঞ্চালনায় বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণে বশেমুরকৃবি’র ডিন, পরিচালক, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, বিভিন্ন প্রকল্পের পিআই এবং কো-পিআইবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে ‘গ্লোবাল গ্র্যান্ট নেভিগেশন ফর এগ্রিকালচার রিসার্চ’ এর উপর একটি সময়োপযোগী ডকুমেন্টারি প্রদর্শন করেন।
এ সময় বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্বের সাথে প্রতিযোগিতা করে ফান্ড সংগ্রহ কঠিন হলেও বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকের স্বত:স্ফূর্ত সহযোগিতাপূর্ণ মনোভাবের মাধ্যমে এটি সহজেই অর্জন সম্ভব। বশেমুরকৃবি’কে একটি ব্যতিক্রমধর্মী বিশ্ববিদ্যালয় উল্লেখ করে উপাচার্য আরো বলেন,আন্তর্জাতিকভাবে এ বিশ্ববিদ্যালয়কে উত্তরোত্তর এগিয়ে নেয়ার জন্য আজকের প্রশিক্ষণের উপযোগিতা অগ্রগণ্য। বৈষম্যহীন জাতিগঠনে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে উদ্বোধনী বক্তব্য সমাপ্ত করেন ভাইস-চ্যান্সেলর।