শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিভাগীয় ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন বেতাগীর খাইরুল ইসলাম মুন্না বেস্ট অর্গানাইজার এওয়ার্ড পেলেন আপেল রাজশাহীতে এনজিও ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন টায়ার এর মধ্যে থেকে ফেনসিডিল উদ্ধার লাইট হাউজ এর উদ্দ্যেগে কুড়িগ্রামে দুযোর্গকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো শিবরাম আদর্শ পাবলিক স্কুল কোনাবাড়ীতে আবাসিক হোটেলে পতিতাবৃত্তি বন্ধের দাবিতে মানববন্ধন গাকৃবিতে শহিদদের স্মরণ করে ২১শে ফেব্রুয়ারি পালিত কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কোনাবাড়ী শাহীন ক্যাডেট স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বশেমুরকৃবি’তে ৩ দিনব্যাপী বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন শুরু

গাজীপুর জেলা সংবাদদাতা / ৪৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের আয়োজনে ৩ দিনব্যাপী বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) প্রোগ্রামের পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রামের ৬৬ জন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হসপিটাল প্রাঙ্গণে এ ক্যাম্পেইন শুরু হয়।

মূলত এ ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত মানুষদের গৃহপালিত পশুপাখির জন্য চিকিৎসাসেবাসহ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হবে। ছয় মাসব্যাপী ইন্টার্নশিপ প্রোগ্রামের রুর‍্যাল ক্যাম্পেইনের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ক্যাম্পেইন অনুষ্ঠানে বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম.ময়নুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড.মোহাম্মদ আলী জিন্নাহ। ক্যাম্পেইন অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি টিচিং হসপিটালের (ভিটিএইচ) পরিচালক প্রফেসর ড. মোঃ তৈমুর ইসলাম।

পরে সংক্ষিপ্ত আলোচনায় ভাইস-চ্যান্সেলর বলেন, মানুষের পাশাপাশি গবাদি পশু পাখির চিকিৎসা অতীব জরুরি বিধায় আজকের এ ক্যাম্পেইনের গুরুত্ব অপরিসীম। ইন্টার্নশীপ সম্পন্ন করে ডিভিএম প্রোগ্রামের শিক্ষার্থীরা দক্ষ চিকিৎসক হয়ে বিশ্ববিদ্যালয়সহ দেশের সুনাম অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভাইস-চ্যান্সেলর। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও বশেমুরকৃবি বিভিন্ন সময়ে সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে যা এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রয়াস।

বক্তব্যের শেষে ভাইস-চ্যান্সেলর গবাদি পশু-পাখির চিকিৎসাসেবা নিতে আসা ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। ক্যাম্পেইন অনুষ্ঠানের আলোচনা শেষে উপস্থিত ডিভিএম অনুষদের শিক্ষকবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে ইন্টার্নশিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আগত খামারিদের পশু পাখির চিকিৎসা প্রদান করেন। চিকিৎসাসেবা এবং ঔষধপত্র পেয়ে উপস্থিত খামারিগণ বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মহতী কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান। ক্যাম্পেইন শেষে ভাইস- চ্যান্সেলর ভেটেরিনারি টিচিং হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিভিন্ন ল্যাব পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর