ভাঙ্গুড়ায় স্কুল ছাত্রীর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

মোঃ আব্দুল আজিজ (ভাঙ্গুড়া) পাবনা প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়া নিজ বসত বাড়ির ঘরের ডাবের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে মোছাঃ ঝিনুক মণি (১৪) নামে নবম শ্রেণির এক স্কুল ছাত্রীর আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। ঝিনুক মনি দক্ষিণ মেন্দা স্বর্ণকার পাড়ার ফরহাদ হোসেনের মেয়ে এবং জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
রবিবার (২৬ মে) রাত সাড়ে ৭টার ভাঙ্গুড়া পৌর সভার দক্ষিণ মেন্দা স্বর্ণকার পাড়া মহল্লায় তার নিজ বাসায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের সূত্রে সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার কাজিপুর সদরের ফিরোজ আহমেদের ছেলে আরাফাত হোসেন সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে তোলে। আরাফাত তার নানা ওমর আলীর বড়িতে থাকতেন। ওমর আলীর বাড়ি ঝিনুক মনির পাশের বাড়ি সেই সুবাদে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। ঝিনুক মনি আরাফাতকে পছন্দ করতেন এবং বিয়ে করবেন বলে জানিয়ে দেন কিন্তু ঝিনুক মনির মা-বাবা আরাফাতের শহিদ বিয়ে দেবে না জানতে পেরে মা-বাবার উপর অভিমান করে সকলের অগোচরে বসতঘরের ডাবের সাথে ওড়না পেঁচিয়ে ঝিনুক মনি আত্মহত্যা করেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আত্মহত্যার সংবাদ পেয়ে দ্রুত সেখানে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। তবে ঘটনাস্থল তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।