শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

রায়গঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পরায় আহত দুই

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১১২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক ট্রাক  নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পরায় ২ জন আহত হয় ।

ট্রাকটি সড়কের পাশে দোকান ভেঙ্গে বাড়িতে ঢুকে পড়ে। এ ঘটনায় ট্রাকের চালক ও ট্রাক্টরের হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় ভেঙে যায় ১টি দোকান ও ১ টি বাড়ি।

শুক্রবার (১ ডিসেম্বর )দুপুর সাড়ে ১২ টার  দিকে  রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল ফকিরতলা  নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

সিএনজির স্টেশন মাস্টার আব্দুল খালেক জানান, দুর্ঘটনায় আহত ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল গ্রামের মো: রফিকুল ইসলামের ছেলে মো: রিপন(২০) ও ধানগড়া ইউনিয়নের রৌহা গ্রামের মুজিবর রহমানের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩০) গুরুতর আহত হয়েছেন। তাদের সিরাজগঞ্জ সদর শেখ ফজিলাতুন্নেসা হাসপাতালে নিয়ে যাওয়ার পর মো: রিপন কে ভর্তি করে এবং শরিফুলের অবস্থা অসংখ্যজনক হওয়ার কারণে ঢাকা মেডিকেলে রেফার্ড করে ।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের দিক থেকে রায়গঞ্জে দিকে ট্রাকটি আসছিল। পথিমধ্যে ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল ফকিরতোলা নামক স্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১টি স্যারের দোকান ভেঙ্গে বাড়িতে ঢুকে পড়ে । এতে সারের দোকানে স্যার কিনতে আসা শরিফুল ও দোকানদার রিপন ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় । এ সময় রায়গঞ্জ থানার পুলিশ ও ফায়ার সার্ভিস উপস্থিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর