শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই জনের মৃত্যু

আশরাফুল হক, লালমনিরহাট থেকেঃ / ১২১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের টেপাটারী গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৪২) ও ছোট ভাই একাব্বর আলীর স্ত্রী নিলুফা বেগম (৩৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির ভেতরে থাকা টিনের বেড়ায় ঘেরা বার্থরুমে গোসল করছিলেন ফিরোজা বেগম। এর আগেই বাল্ব জালানো একটি তারের লিকেজ থেকে বার্থরুমের টিনের বেড়া বিদ্যুতায়িত হয়েছিল। সেই টিনে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন ফিরোজা।

বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করতে যান তার জ্যা (দেবরের স্ত্রী) নিলুফা। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন।

তুষভাণ্ডার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর