বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইট ভাটার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার জয়পুরহাটে জাকের পার্টির ঈদের নামাজ ও উন্মুক্ত খাবার পরিবেশন  শার্শায় ঈদের জামাতের সময় পরিবর্তন নিয়ে সংঘর্ষ, আহত-৩ এবারই প্রথম ঈদের নামাজের জন্য প্রস্তুত বেনাপোল বলফিল্ড ময়দান কুড়িগ্রামে সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের সংঘটিত করার অপচেষ্টা সুন্দরগঞ্জে যতটুকু পারি সংগঠন এর ঈদ সামগ্রী বিতরণ প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় ইফতার ও দুআ মাহফিল অনুষ্ঠিত বেড়ায় একতা মানব উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ কুড়িগ্রামে ব্যবসায়িক লেনদেনকে ভিন্ন খাতে প্রবাহিত করে কালবেলার সাংবাদিকের নামে ভূয়া সংবাদ পরিবেশন সাংবাদিক মন্জুর ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে এমপি প্রার্থী আইউবী

সর্বজনীন পেনশন প্রত্যাহারের দাবীতে বশেমুরকৃবি’র শিক্ষকদের সকল ক্লাস পরীক্ষা বর্জন

রিপোর্টারের নাম : / ১১২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

বশেমুরকৃবি প্রতিনিধিঃ সরকারের অর্থমন্ত্রণালয় কর্তৃক জারিকৃত “প্রত্যয় স্কিম” সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এর সিদ্ধান্ত মোতাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষকবৃন্দ গতকাল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন কৃষি অনুষদ ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল ক্লাস, পরীক্ষা, সভা, সেমিনার বন্ধ থাকবে বলে বশেমুরকৃবি শিক্ষকবৃন্দ একাত্মতা পোষণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর ড. মোঃ গোলাম রসুল, প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. মোঃ ইউনুছ মিঞা প্রমুখ তাদের বক্তব্যে বলেন, “প্রত্যয় স্কিম” বাস্তবায়িত হলে মেধাবীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় আসতে বিমূখ হবে যার ফলে উচ্চশিক্ষা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। তবে সরকার শীঘ্রই এ ব্যাপারে আশু পদক্ষেপ গ্রহণ করবেন বলে শিক্ষকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলাম বলেন, সরকার উদ্ভূত সমস্যার সমাধান করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের জোর দাবি জানান। বশেমুরকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. দেবাশিস চন্দ্র আচার্য্য, এই প্রত্যয় স্কিম বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন এর তুলনামূলক চিত্র তুলে ধরেন। বশেমুরকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ অহিদুজ্জামান, অনতিবিলম্বে সরকার এ প্রত্যয় স্কিম বাতিল করে শিক্ষকদেরকে তাদের ক্লাস, পরীক্ষা ও গবেষণা কাজে ফিরিয়ে আনার আশু পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর