শিরোনামঃ
বেনাপোলে নারী মাদক ব্যবসায়ী রূপার যাবজ্জীবন দাঁড়ানো কাভার্ড ভ্যানে সিএনজির ধাক্কা নিহত-১ আহত-৪ সিরাজগঞ্জের সলঙ্গায় গণধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী আটক সলঙ্গা থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদে সিভি জমা দিলেন সোহেল রানা সিরাজগঞ্জে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ বকনা বাছুর বিতরণ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডঃ ইকবাল হোসেন মামুন! এভিয়েশন শিল্পে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য ৩ শতাংশের বেশি শেয়ার দর কমতে পারবে না বে-টার্মিনালে বিনিয়োগ হবে দশ বিলিয়ন ডলার ডেঙ্গু নিয়ন্ত্রণে মে থেকেই অভিযান আশ্রয় কেন্দ্র নির্মাণে সহায়তা করতে চায় ভারত মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণ কৃষকের মধ্যে সাড়া ব্যাংক একীভূত হলেও আমানত সুরক্ষিত থাকবে: বাংলাদেশ ব্যাংক হজযাত্রীদের সহযোগীতার আশ্বাস সৌদির আইনের আওতায় আসবে সব ধরনের অনলাইন সেবা সাইবার অপরাধ নিয়ন্ত্রণের উদ্যোগ গাজীপুরে বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা বেড়ায় বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায় গাজীপুরে ট্রাক চাপায় রিকশা চালকের মৃত্যু 

আজিজুর রহমান,মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান

কলমের বার্তা / ১২৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার ইসলামনগর দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বজলুর রহমানের উপর গত ১৩ নভেম্বর-২০২২ ইং তারিখে বিকেল ৪ টার দিকে তার অফিসের সামনে এক সন্ত্রাসী হামলায় মারপিটের শিকার হন। এরই প্রতিবাদে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার দৃষ্টান্তমৃলক শাস্তির দাবিতে –

বুধবার (২৩ নভেম্বর-২০২২) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে।

এ ব্যাপারে ইসলামনগর দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বজলুর রহমান জানান যে, ১৩ নভেম্বর -২০২২ তারিখে বিকেল ৪ টার দিকে মাদ্রাসার অফিসের সামনে কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী সেলিমরেজা সহ তার গংরা আমার উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে।

এ ব্যাপারে ঐদিন রাতেই কামারখন্দ থানায় একটি অভিযোগ দায়ের করি। পরবর্তীতে ১৫/ ১১ /২০২২ খ্রীস্টাব্দে কামারখন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি উপজেলা নির্বাহী অফিসারের নিকট পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেন।

গত ১৬/ ১১ /২০২২ তারিখে স্বাধীনতা শিক্ষক পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এর পর ও আজ ২৩ নভেম্বর -২০২২ পর্যন্ত সন্ত্রাসী সেলিমকে গ্রেপ্তার না করায় বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বাংলাদেশ জমিয়াতুল মোদর্রেছীন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সহ সভাপতি অধ্যক্ষ মোঃ জিল্লুর রহমান স্বাধীনতাশিক্ষক পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ ফিরোজুল ইসলাম, জেলা জমিয়াতুল মোদার্রেছীনে সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ শামসুল আলম যুগ্ম সম্পাদক মোঃ আব্দুস সামাদ,সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ।
বক্তারা অবিলম্বে আসামীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জোরদাবী জানান।সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

77


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর