শিরোনামঃ
কাশিমপুরে ৯৫২ বোতল ফেন্সিডিলসহ আটক-৪
গাজীপুরের কাশিমপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামসহ চারজনকে আটক করেছে র্যাব-১ (উত্তরা)। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩ টা সময় মহানগরীর কাশিমপুর সবুজ কানন মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৫২ বোতল ফেনসিডিল,৫ টিমোবাইল ফোন,৫ টি সীম কার্ড, ২টি হাত ঘড়ি এবং নগদ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১ উত্তরা এর সিনিয়র সহকারী পুলিশ সুপার
ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার)
মোঃ পারভেজ রানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার মনা মিয়ার ছেলে মোঃ রবিউল ইসলাম (৩১) তার সহযোগী সিরাজগঞ্জ জেলার সদর থানার মৃত আজিজের ছেলে রাসেল মিয়া (৩৭), একই জেলার মৃত শুকুর আলীর ছেলে ইমরান আলী (৩১) এবং জামালপুর জেলার বকশীগঞ্জ থানার আমির ছেলে মোহাম্মদ তারেক রহমান (২৮)।
র্যাব জানায় আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে বিভিন্ন সীমান্ত জেলা হতে ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে ফেন্সিডিল সরবরাহ করে আসছে। তারা বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল পরিবহন করে ঢাকা এবং গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেছে মর্মে স্বীকার করে। তিনি আরো বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর