গাজীপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ
নিজস্ব সংবাদদাতা, গাজীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলার দরগাচালা গ্রামে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকেই স্বামী পলাতক রয়েছে। গতকাল রোববার দুপুরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগাচালা গ্রামে এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আসমা আক্তার (২৮) দরগাচালা গ্রামের মিনার হোসেনের স্ত্রী। তাদের সংসারে ৪ ছেলে রয়েছে। ঘটনার পর আসমা একই এলাকার গোলাম রব্বানীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী মিনার হোসেন তার স্ত্রী আসমা আক্তারের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এসময় গুরুতর জখম হয়ে সে মাটিতে পড়ে গেলে স্বজনেরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ওই হাসপাতালে নেয়ার পথে আসমা আক্তার মারা যায়।
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান জানান, ঘটনাস্থলে শ্রীপুর থানা পুলিশের দুইটি টিম মোতায়েন রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।