বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে কমিউনিটি নেতা ও যুব ফোরাম এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কোনাবাড়িতে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত গাজীপুরে কারখানা খোলার দাবিতে গণ সমাবেশ শুরু  ভূরুঙ্গামারীতে ৩ ইটভাটার ৩ লক্ষ টাকা জরিমানা সুন্দরগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড! গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামিলীগ নেতা গ্রেফতার কুড়িগ্রামে বিএনপির ৯টি উপজেলা ও ৩টি পৌরসভা কমিটি বিলুপ্ত ঘোষণা

কাজিপুরে বিবাদীর ট্রাক্টরের চাপায় প্রাণ গেলো বাদীর ভাইয়ের

গোলাম কিবরিয়া খান (কাজিপুর) সিরাজগঞ্জঃ / ২৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

পৈত্রিক জমি রক্ষা করতে গিয়ে বিবাদীর ভাড়া করা ট্রাকটার চাপায় প্রাণ হারিয়েছেন হাবিবুর রহমান (৭০) নামের এক বৃদ্ধ। আজ ১৪ ডিসেম্বর সকালে এ ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বরইতলী নয়াপাড়া গ্ৰামে। মৃত ব্যক্তি উল্লেখিত গ্ৰামের ইঞ্জিল বক্স সরকারের পূত্র। বেশ কিছুদিন ধরে জমির মালিকানা নিয়ে মেঘাই গ্ৰামের বিপ্লব মোহরির সাথে তাদের দন্দ চলে আসছিলো।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত হাবিবুর রহমানের পারিবারিক জমি থেকে ভাগ বাটোয়ারা ছাড়াই একজন ওয়ারিশের কাছে থেকে ৪ শতাংশ জমি গোপনে কিনে নেয় মেঘাই গ্ৰামের মৃত শাহা মোহরির ছেলে বিপ্লব মোহরি(৪৫)। ওয়ারিশের পাওনা জমির চাইতে বেশি জমি রেজিস্ট্রি করার অভিযোগে তাদের মধ্যে দন্দ শুরু হয় এবং জমি দখলকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এ প্রেক্ষিতে গত ১৩/১২/২০২৪ ইং তারিখে মৃতের ভাই সোলেমান (অবঃ বিজিবি সদস্য) বাদী হয়ে কাজপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কাজিপুর থানার অফিসার ইনচার্জ উভয় পক্ষকেই শান্ত থাকার নির্দেশ দেন এবং আদালতের পরামর্শ নেয়ার জন্য উপদেশ দেন। উভয় পক্ষই থানায় এ কথায় কথার স্বীকৃতি জানান। কিন্তু পরদিন ১৪/১২/২০২৪ তারিখ সকাল হতে বিপ্লব মোহরি মাহিন্দ্র ট্রাক্টরের মাধ্যমে উক্ত জমিতে জোরপূর্বক বালি ফেলতে শুরু করেন এবং চালককে বলে যান কেউ বাধা দিতে আসলে তাকে ট্রাক চাপা দিয়ে মেরে দেবার। এর কিছুক্ষণ পর ভিকটিম হাবিবুর রহমান বালি ফেলাতে বাধা দিতে গেলে ট্রাকের চালক (অজ্ঞাতনামা) ভিকটিমের গায়ের উপর দিয়ে ট্রাকের চাকা উঠিয়ে দেয়, ট্রাকের পিছনের বাম চাকার নিচে পড়ে ভিকটিমের মাথার ডান পার্শ্বে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এবং ট্রাক্টর চালক পালিয়ে যায়।

কাজিপুর থানা অফিসার ইনচার্জ নূরে আলম বলেন, মৃতের ভাইয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে আগের দিন দুপক্ষকে শান্ত থাকার নির্দেশনা দেয়া হয়েছিলো, লাশ পুলিশি হেফাজতে নিয়ে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। ট্রাক্টরটি আটক করা হয়েছে, চালক পালিয়েছে, মৃত্যু ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর