শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় ট্রাক ও মাইক্রোবাস সংর্ঘষে নিহত ২ জন আহত ১ চরবাসীর দুঃখ ঘোচাতে অনবদ্য ছুটে চলছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাংচুরের ঘটনায় আশুলিয়ায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন লালমনিরহাট জজ আদালতে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ কালিয়াকৈরে যুবককে আটকে রেখে নির্যাতন,২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় বিভিন্ন পণ্য আটক যশোর ঝিকরগাছা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ‎ঠাকুরগাঁওয়ে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, জন ভোগান্তি সলঙ্গায় সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ, থানায় মামলা ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাংচুর, থানায় মামলা

বশেমুরকৃবি’তে টিএইচই র‍্যাঙ্কিংয়ে ১ম স্থান অর্জন উৎসব ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক / ১২৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

বিশ্বখ্যাত টাইমস্ হায়ার এডুকেশন (টিএইচই) র‍্যাঙ্কিং ২০২৫ এ লাইফ সায়েন্স ক্যাটেগরিতে দেশের সকল পাবলিক-প্রাইভেট
বিশ্ববিদ্যালয়ের মধ্যে বশেমুরকৃবি’র প্রথম স্থান অর্জনসহ নানা বর্ণিল কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে
উদ্‌যাপিত হলো ২৭তম বিশ্ববিদ্যালয় দিবস।

এ উপলক্ষে আলোক সজ্জায় সজ্জিত ও রঙিন প্ল্যাকাডে উৎসবের আমেজ বইছে পুরো ক্যাম্পাসে। বর্ণিল নানা আয়োজনে অনুষ্ঠিত এ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান।

জমকালো এ উদযাপন দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এরপর শান্তির প্রতীক কবুতর ও বিশ্ববিদ্যালয়ের ২৭ বছরের ঐতিহ্যের অংশ হিসেবে ২৭টি বেলুন উড়ানো হয়। পরে প্রশাসনিক ভবন চত্বর থেকে এ বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের শিক্ষার্থীদের নিজ হাতে অঙ্কিত ব্যানার, ফেস্টুন ও পেইন্টিং নিয়ে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পুরো বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে কৃষি অনুষদ ভবন চত্বরে সমাপ্ত হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের নতুন কৃষি অনুষদের নীচতলায় ফ্যাকাল্টিসমূহের উদ্ভাবিত নানা প্রযুক্তি ও জাত প্রদর্শনী স্টলসমূহ পরিদর্শন করেন ভাইস-চ্যান্সেলর, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। পরে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে বিশ্ববিদ্যালয়ের নানা অর্জন ও বিশেষত্ব নিয়ে একটি মনোমুগ্ধকর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

পরে বিশেষ অতিথি ড. মোঃ নাজমুল করিম খান তাঁর বক্তৃতায় যথাসময়ে শিক্ষার্থীদের শিক্ষা সনদ দেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভিসি, প্রো-ভিসি এবং ট্রেজারার। আলোচনায় সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বশেমুরকৃবি কেবল টিএইচই র‍্যাঙ্কিংয়েই প্রথম হয়নি বরং উরি এবং সিমাগো র‍্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জনকরেছে।

বিগত তিন বছরে এপিএ (অ্যানুয়াল পারফর্মেন্স এগ্রিমেন্ট) তে প্রথম হয়েছে বলেও ভিসি আলোকপাত করেন। ভবিষ্যতে এ
বিশ্ববিদ্যালকে আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষ ১০০-২০০তম স্থানে নিয়ে আসার জন্য যা যা করণীয় সবকিছুই করা হবে বলে উপাচার্য দৃঢ়
প্রত্যয় ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের অসামান্য এ অর্জনের জন্য ভিসি বশেমুরকৃবি’র সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অন্যদিকে প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিক জোবায়ের এ বিশ্ববিদ্যালয়ের টিএইচই র‍্যাঙ্কিংয়ে প্রথম হওয়ায় বিশ্ববিদ্যালয়কে বিশেষ ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে সিনিয়র সচিব বলেন, প্রত্যেকের শপথ হওয়া উচিত, যার যে দায়িত্ব তা শতভাগ পালন করা। বশেমুরকৃবিকে বিশেষ বিশ্ববিদ্যালয় অ্যাখ্যা দিয়ে তিনি আরো বলেন,বশেমুরকৃবি দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে একাডেমিক ক্যালেন্ডার পরিপূর্ণরূপে অনুসরণ করা হয়। তবে জাতীয়ভাবে প্রকৃত তথ্য প্রয়োজন বিধায় যেকোনো প্রয়োজনে শিক্ষা বিভাগ বশেমুরকৃবি’র শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে তৎপর ও সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেন।

আলোচনায় আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক,ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দিনব্যাপী বর্ণিল এ দিবসে বিকেলে শিক্ষার্থীদের ফ্লাশ মুভ এবং সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর