কোনাবাড়ীতে তিন ছিনতাইকারী গ্রেফতার
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2025/02/IMG-20250206-WA0024-700x390.jpg)
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে অভিনব কায়দায় ছিনতাইকালে তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত ২ টার সময় তাদেরকে কোনাবাড়ীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন- ময়মনসিংহ জেলার সৈয়দপুর গ্রামের মৃত ইব্রামিম খলিল উল্লাহর ছেলে মোঃ ইসমাইল হোসেন (২৭), একই জেলার গফরগাঁও থানার নিধিয়ার চড় ভাটিপাড়া গ্রামের আব্দুল মান্নান এর ছেলে মো. নাসির উদ্দিন (২৪) এবং দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার তেতিপাড়া গ্রামের মোঃ সুজার ছেলে হামিদুর রহমাদ (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইকারীরা বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো। পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে একাধিক কোনাবাড়ীসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। পুলিশ আরও জানায়,এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে অভিযান অব্যাহত
থাকবে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান,বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।