শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

সাভার আশুলিয়া শিমুলিয়া ইউনিয়নে রাষ্ট কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

রিপোর্টারের নাম : / ১২৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৬ মে, ২০২৫

দেওয়ান সামান উদ্দিন (কালিয়াকৈর) গাজীপুরঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার বিকেলে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খানের নির্দেশনায় আশুলিয়া থানা যুব দলের পক্ষ থেকে শিমুলিয়া ইউনিয়নের নাল্লাপেল্লা বাজার,কাছৈর বাজার,শিমুলিয়া বাজারে এই লিফলেট বিতরণ করে বিএনপি নেতাকর্মীরা ।

লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক,শিমুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ,ঢাকা জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সুলতান উদ্দিন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, যুবদলের সদস্য নাজমুল আরিফসহ বিএনপি’র সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

তারা সাধারণ জনগণের হাতে লিফলেট তুলে দেন এবং একত্রিশ দফা দাবির গুরুত্ব তুলে ধরেন এ সময় নেতারা বলেন “বর্তমান ফ্যাসিবাদী সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে হলে তারেক রহমানের প্রস্তাবিত একত্রিশ দফা বাস্তবায়নই একমাত্র পথ। এর মাধ্যমে দেশে গণতন্ত্র, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর