শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

সলঙ্গায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ বাজারে ইউনিয়ন যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা যুবদলের সদস্য সচিব মোঃ শাহিন রেজা।

আরোও উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহিদি হাসান আমজাদ, সেলিম এলাহী, তারিফ মাহমুদ, আমিনুল ইসলাম এবং রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল মালেক, জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশরাফুল ইসলাম, সাব্বির হোসেন ও সাংগঠনিক পদপ্রার্থী রবিউল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন নেতা-কর্মীরা।

সভায় বক্তারা বলেন, যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি সংগঠন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকারের জন্য যুবদলের নেতাকর্মীরা অতীতে যেমন রাজপথে ছিল, ভবিষ্যতেও থাকবে। ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীকে সফল ও স্মরণীয় করে তুলতে প্রত্যেকটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি গ্রহণ করা হবে। দেশের বর্তমান সংকটময় মুহূর্তে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

সভা শেষে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর