কোনাবাড়িতে ঝুট গোডাউনে আগুন,নিয়ন্ত্রণে ৪ ইউনিট
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর চারটার সময় কোনাবাড়ি থানাধীন পারিজাত এলাকায় একটি ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।
বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হয়। স্থানীয়রা আগুন নেভাতে বর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা কাজ শুরু করে। পরে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
তিনি আরো বলেন,আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো নির্বাপনের কাজ চলমান আছে। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। কাজ শেষ হলে বিস্তারিত জানা যাবে জানান তিনি।