শনিবার, ১০ মে ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেফতার ভাঙ্গুড়ায় মাটির রাস্তা ভরাট কাজের উদ্বোধন র‌্যাবের অভিযানে কষ্টিপাথরসহ ৩ জন পাচারকারী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ‎ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ, ঠাকুরগাঁও সীমান্তে ১০ জন আটক বুড়িমারী স্থলবন্দরে ট্রাক ট্রাংলরী থেকে চাঁদাবাজি বন্ধের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি মাসুদ খন্দকারের বাসায় হামলার প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সন্ত্রাস ও চাঁদাবাজির কোন দল নেই,জিএমপি কমিশনার কোনাবাড়িতে ছাইয়েদুল আলম বাবুল এর ৬৩তম জন্মদিন পালন কাজিপুরে কৃষকের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

কোনাবাড়ীতে হকার্স মার্কেটে অগ্নি কাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক / ১০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় মার্কেটের ৯ টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত বারোটার সময় মহানগরের কোনাবাড়িতে অবস্থিত হকার্স মার্কেটে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যে পাশে থাকা আরও ৮ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, আব্বাস,সেন্টু মিয়া,সাইদ,রুবেল মিয়া ,বাসেত মিয়া ও নুরুল ইসলাম।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায়,শুক্রবার দিবাগত রাত বারোটার সময় কোনাবাড়ি হকার্স মার্কেটে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশে থাকা অন্যান্য কাপড়ের দোকানগুলোতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে দোকান মালিকরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেন। আগুন নিভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটর কর্মীরা প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়,আব্বাসের ২ টি,সেন্টু মিয়ার ২ টি সাইদের ২ টি ,রুবেল মিয়ার ১ টি ,বাসেত মিয়া ১টি ও নুরুল ইসলামের ১টি কাপড়ের দোকানে আগুন লাগে। এসময় প্রায় ৫০ লক্ষ টাকার কাপড় উদ্ধার করা হয়।

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় এখন নিয়ন্ত্রণে আনেন।
তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি বলেন,আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্রয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর