কোনাবাড়ী রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির ছিন্ন বিছিন্ন লাশ উদ্ধার
গাজীপুরেরকোনাবাড়ীতে রেললাইন থেকে অজ্ঞাত এক ব্যক্তির ছিন্নবিছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মার্চ) সকালে কোনাবাড়ী থানাধীন পূর্ব খোলা পাড়া রেললাইন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানাযায়,পূর্ব খোলাপাড়া এলাকায় দুলালের বাড়ির পাশে রেল লাইনের কালভার্টের কাছে অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির শরীর থেকে হাত-পা বিছিন্ন লাশ দেখতে পায়। পরে তারা কোনাবাড়ী থানা পুলিশকে খবরদেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান,রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে ব্যবস্থা গ্রহণ করবেন।
এবিষয়ে জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের এসআই শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত এই মুহুর্তে বলতে পারছিনা।