গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ শিশুসহ দগ্ধ-২৯
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলির চালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিশুসহ অন্তত ২৯ জন দগ্ধ হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। আজ বুধবার সন্ধ্যা ৬ টার দিকে টপ স্টার পোশাক কারখানার পাশে শফিক খান এর বসতবাড়ীতে এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন,নাদিম (২২),নিরব (১০), মিরাজ (১৮),তারেক রহমান (১৮), মোন্নাফ (১৭),সোলায়মান (৯),লালন (২৩), নয়ন (৮),শিল্পী (৩০), আরিফুল ইসলাম (২১),সুমন (২৬),মাইদুল ইসলাম (২৭), সফুরা( ৯),রাব্বি (১৪),উর্মিতা (২২),সাদিয়া খাতুন (১৮),জহিরুল (২৯),আরিফ (৪০),রতনা বেগম (৪০),তাইয়েবা (৩),মুনসুর আলী (৩০),নূর নবী (৩),রহিমা (৩),কবির (৩০),খাদিজা (৪৫),তাওহীদ (৭),সোলেমান( ৪০),মশিউর (২২) এবং লাদেন (২২)।
এদের মধ্যে দুই শিশুসহ তিনজন আইসিইউতে ভর্তি আছেন।
কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আশরাফ জানান,খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। তবে শুনেছি অনেকেই দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন,প্রথমে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে সূত্রপাত হয়। তথ্য সংগ্রহ করছি পরবর্তীতে বিস্তারিত জানা যাবে ঠিক কতজন দগ্ধ হয়েছে।
কোনাবাড়ী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজার রফিকুল ইসলাম জানান, ইফতারের আগে তিনজন দগ্ধ রোগী এসেছিল তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
কোনাবাড়ী পপুলার হসপিটাল এর স্টাফ জাহিদ জানান,সিলিন্ডার গ্যাস বিস্ফোরণের দগ্ধ প্রায় ১৫/২০ জনের অধিক রোগী এসেছিল। তাদের সবার শরীরের ৬০ থেকে ৭০% পুড়ে গেছে। পরে তাদের গেট থেকেই অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।