শিরোনামঃ
গাজীপুরে ট্রাক চাপায় রিকশা চালকের মৃত্যু
গাজীপুর জেলা সংবাদদাতাঃ
গাজীপুরের শ্রীপুরে ডাম ট্রাক চাপায় সুজন মিয়া (৩২) এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহত সুজন মিয়া কেওয়া পশ্চিম খন্ড কড়ইতলা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৮ টার সময় মাওনা প্রশিকা মোড় ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মো.আকবর আলী খান।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মাওনা প্রশিকা মোড় ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের সামনে শ্রীপুর হতে কালিয়াকৈর রোডে যাওয়ার পথে পিছন থেকে অটোরিকশাকে ড্রাম ট্রাক ধাক্কা দিলে অটো চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মো. আকবর আলী খান জানান, ঘাতক ড্রাম ট্রাকটিকে স্থানীয় লোকজন আটক করেছে। তবে ট্রাকের ড্রাইভার সুকৌশলে পালিয়ে যায়। তিনি আরো বলেন,লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর